বিস্মৃতির পদচারণ
লিখেছেন লিখেছেন মামুন ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১৫:৩৮ সকাল
বিস্মৃতির পদচারণ
আলোর পর্দা ভেদ করে একদিন
অন্ধকার জোছনাকে ঢেকে দিতেই,
আলো-আঁধারিতে এক হিরন্ময় অতীত
গুটি গুটি পায়ে এসে নুপুরের ঝংকার তোলে।
বিনিদ্র রজনী ঢুলুঢুলু আবেশে
কুয়াশা ভেজা ভোরের প্রতীক্ষায় থেকে থেকে ক্লান্ত,
শিশির সিক্ত ঘাসফুলের বুকে জাগে
কামনার রৌদ্রবিলাস!
হাজার বছরের পথ হাঁটার ক্লান্তিকে উপেক্ষা করে
আমি তখন তোমার দ্বারে,
উপোষী তনুমন পিপাসায় কাতর দেখে-
একগুচ্ছ বিমূর্ত ইচ্ছের পালক হাতে তুমি এসে
আলো-অন্ধকার আর জোছনাকে হটিয়ে,
ভালবাসার জ্বলন্ত প্রদীপ জ্বালালে হেসে।
আলো-অন্ধকার আর জোছনার ত্রয়ী মিছিল
যখন অচিনপুরের পথ খুঁজে ফিরে নীড়ে,
তুমি আমি এক নিরবচ্ছিন্ন স্বপ্নিল পথে
জমাট ভালোবাসায় বিলীন হই ধীরে ধীরে।।
বিষয়: সাহিত্য
৮৯৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি আমি এক নিরবচ্ছিন্ন কঠিন পথে,
জমাট বাধা নীল কষ্টে বিলীন হচ্ছি ধীরে ধীরে!!
স্বপ্নের নিশ্ছিদ্র পাহারা ফাকি দিয়ে ভাংগনের বিশাল আয়োজনে মেতে উঠে চিন্হিত কিছু...।
একজন সুন্দর মনের মানুষই অন্য আর একজন সুন্দর মনের মানুষকেই চিনতে পারে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন